বৃহস্পতিবার একটি বেসরকারি শপিং মল থেকে দুজন মহিলা পকেটমারকে পাকড়াও করলেও। নতুন করে আবারো আজ পকেটমারি হলো এক মহিলার। আতঙ্কিত সকলেই।
আবারো ময়নাগুড়ি শহরের বুকে শপিংমলে এক মহিলা ক্রেতার টাকা নিয়ে চম্পট দিল পকেটমার। এদিন একটি শপিংমলে পুজোর বাজার করতে আসেন ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ মাধবডাঙ্গার বাসিন্দা, ময়না রায়। তিনি আসেন শপিংমলে বাজার করতে। কিছু জিনিস নেওয়ার পর কাউন্টারে টাকা দিতে গেলে লক্ষ্য করেন তার ব্যাগ কাটা অবস্থায় এবং তার ভিতরে যা টাকা পয়সা ছিল একটি রুপার মালা ছিল কিছুই নেই। পরবর্তীতে এই ঘটনা শপিংমল কর্তৃপক্ষকে জানালে তারা সিসি ক্যামেরা দেখে খোঁজ করলেও পাওয়া যায়নি পকেটমার কে। এই অবস্থায় কান্নায় ভেঙে পড়েন ওই দরিদ্র পরিবারের মহিলা।

তিনি কি করে বাজার করবেন, এবং বাচ্চাদের জামা কাপড় কিনে দিবেন এই কথা ভেবেই তিনি মাঝে মাঝে কান্নায় ভেঙে পড়েন পরবর্তীতে তিনি এই বিষয়টি ময়নাগুড়ি থানায় জানাবেন। এবং তিনি অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন
তিনি আরো বলেন এইভাবে যদি পকেটমার হতে থাকে তাহলে সাধারণ মানুষ কিভাবে বাজারে বা শপিংমলে আসবে। এবং কিভাবেই বা তাদের বাচ্চার জামা কাপড় কিনে দিবে। আমি মনে করি পুলিশ এই ঘটনা তদন্ত করে ওইসব পকেটমারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক।।