
আবারও কেরালায় মৃত্যু মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। শোকের ছায়া এলাকা সহ পরিবার জুড়ে।
ঘটনাটি ঘটেছে গত রাত্রিতে কেরলের আংগামালি এলাকায় গত দুই মাস আগে রাজমিস্ত্রির কাজে যায় মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের সাদিখান দিয়ার অঞ্চলের হরিভুক্তপুর গ্রামের বয়স ২৩ এর নাঈম সেখ নামের এক যুবক।সেখানে ভালোই কাজ করছিল হঠাৎ গত কাল স্ত্রীর সঙ্গে ঝামেলার পর রুম থেকে কিছুটা দূরের কাজের বিল্ডিংয়ে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।এমনি ঘটনার কথা জানলেন মৃত যুবকের বাবা।

মৃত্যুর খবর পরিবারে পৌঁছাতেই কান্নায় ভেংগে পড়ে সকলে। কেরলে মৃত ছেলের মুখ শেষবারের মতো দেখার অপেক্ষায় বসে আছে পরিবারের সদস্যরা ।অভাবের সংসারে কিভাবে ছেলের দেহ ফিরবে সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন মৃতের বাবা।
পরিবার থেকে শুরু করে এলাকাবাসীরা সরকারি সাহায্য ও বডি বাড়িতে নিয়ে আসার ব্যবস্থার আবেদন করেন।
এখন দেখার বিষয়ে কবে ফিরবে পরিযায়ী শ্রমিকের নিথর দেহ।
আর সেই দিকেই তাকিয়ে এখন পরিবারের লোকজন তবে একাংশের বক্তব্য রাজ্যের কাজ না থাকার ফলে ভিন রাজ্যে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিকের কাজে এ বাংলার শ্রমিকদের আর তারপরেই প্রায়ই নিথর দেহ ফিরছে বাংলায় কাজ থাকলে হয়তো এইরকম দুর্ঘটনা ঘটতো না।