আপার বাগডোগরার পানিঘাটা মোড় এলাকায় একাধিক কর্মসূচিতে যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি মঞ্চ থেকে শাসক তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান। তাঁর অভিযোগ, বাংলায় যদি সঠিকভাবে SIR ব্যবস্থা চালু হয়, তবে তৃণমূল এক মুহূর্তও টিকতে পারবে না। মৃত ভোটার ও বাংলাদেশী অনুপ্রবেশকারীর ভোটের উপর নির্ভর করেই রাজ্যে ক্ষমতায় টিকে আছে মুখ্যমন্ত্রীর দল— এমনই দাবি করেন তিনি। মন্ত্রীর এই মন্তব্য ঘিরে এলাকায় তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা।
