দুর্গা পুজোর মরসুমে আলিপুরদুয়ার জেলা পুলিশের সাফল্য। শনিবার রাতে জেলার বারবিশা ফাঁড়ির ওসি সুব্রত সরকারের নেতৃত্বে বারবিশা দক্ষিন রামপুর সংলগ্ন ২৭নং জাতীয় সড়কের পাশে একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় আনুমানিক ৪০০ নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার সহ ৩জনকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনায় উপস্থিত ছিলেন কুমারগ্রাম থানার আইসি শমীক চ্যাটাজি সহ কুমারগ্রামের বিডিও এবং পুলিশ কর্মীরা । পুলিশ সুত্রে জানাগিয়েছে, অসমের দুই যুবক মাদকদ্রব নিয়ে এসে বারবিশার জীবন দেবনাথ ব্যক্তিকে দিত জীবন এরপর এলাকায় সাপ্লাই দিত । পুলিশের জালে এদিন হাতে- পাকরাও করা হয় তাঁদের । জানাগিয়েছে ,ধৃতদের নাম জীবন দেবনাথ নগ মিয়া বসুমাতারি ও সয়ং বসুমাতারি ধৃতদের রবিবার আলিপুরদুয়ার আদালতে পেশ করবে পুলিশ।
