বড়সড় সাফল্য দিনহাটা থানার পুলিশের। দিনহাটা শহর থেকে ২৮জন বাংলাদেশিকে গ্রেপ্তার করছে দিনহাটা থানার পুলিশ। গ্রেপ্তার হওয়ার সকল বাংলাদেশীকেই আদালতে পেশ করা হয়েছে। শুক্রবার কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানালেন কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা।

এদিন তিনি জানান গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা শহরের স্টেশন চৌপথি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, বেশ কয়েক বছর আগে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন এই বাংলাদেশিরা। ভারতের হরিয়ানা, দিল্লি সহ বিভিন্ন জায়গায় ইট ভাঁটায় কাজ করতেন তারা। সেখানে পুলিশি অভিযান শুরু হতেই সেখান থেকে বিহারের গয়াতে চলে যায় তারা। পরবর্তীতে সেখানে ফের পুলিশি অভিযানের মুখে পড়তে হয় তাদের। এরপরেই শিলিগুড়ি হয়ে দিনহাটায় এসে পৌঁছন তারা। এরপরই পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ২৮জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ১১জন পুরুষ, ৮জন মহিলা এবং ৯জন শিশু রয়েছে বলে জানা এদিন জানান অতিরিক্ত পুলিশ সুপার।
কাঁটাতারহীন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যেই তারা দিনহাটায় জড়ো হয়েছিলেন কিনা? এ ব্যাপারে তদন্তার আগে কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি।