DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

আজ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, কোচবিহারে কঠোর নিরাপত্তা পুলিশের

দীর্ঘ প্রায় ৯বছর পর রবিবার রাজ্যে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। দুর্নীতির অভিযোগে বিধ্বস্ত রাজ্য স্কুল সার্ভিস কমিশন। তারই মধ্যে সুপ্রিম-নির্দেশে এই পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ কমিশন ও সরকার উভয়ের কাছে। রবিবার অর্থাৎ ৭সেপ্টেম্বর নবম ও দশম শ্রেণির জন্য পরীক্ষা নেবে এসএসসি, ১৪সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা নেওয়া হবে।। প্রায় ৩লক্ষ ১৯হাজার প্রার্থী চাকরি প্রার্থী বসছেন এই পরীক্ষায়।
গোটা রাজ্যে মোট ৬৬৩ টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হবে, যার মধ্যে কোচবিহারে রয়েছে ৩০টি কেন্দ্র বলে জানা গেছে। কোচবিহার শহরে রয়েছে পাঁচটি পরীক্ষা কেন্দ্র। দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা।


ইতিমধ্যে এই পরীক্ষাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
★ সকাল থেকেই কোচবিহার শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে জমাতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। শুধু কোচবিহার জেলা বা রাজ্য জয় ভিন রাজ্য থেকেও পরীক্ষার্থীরা এসেছেন এই এসএসসি পরীক্ষা দিতে। তারা আশাবাদী স্বচ্ছ ভাবে হবে পরীক্ষা।
★ এদিন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পরীক্ষা কেন্দ্রগুলিতে পরিদর্শনে আসেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বাধীন জেলার পুলিশকর্তারা। পুলিশ সুপার জানান কখন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্র গুলিতে শহরের যান চলাচলের ক্ষেত্রে যাতে অসুবিধা না হয়, তা নজরে রেখে অত্যন্ত তৎপরতার সাথে কাজ করছে ট্রাফিক গার্ড। পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য আলাদা করে পুলিশ বুথ করা হয়েছে।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন