গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করলো সাহেবগঞ্জ থানার পুলিশ। শুক্রবার সাহেবগঞ্জ থানা সূত্রে জানা যায়, খোচাবারি বাজার এলাকা থেকে সাহেবগঞ্জ থানার পুলিশ কার্তিক বর্মন নামে একজনকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে একটি ইমপ্রোভাইজড কান্ট্রি মেড পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। ঘটনা স্থলে যাবতীয় নিয়ম মেনে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করার পাশাপাশি,ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ বলে জানা গেছে।
