আগ্নেয়াস্ত্র ও ব্রাউন সুগার হাতবদল করতে এসে আলিপুরদুয়ার জংশন জি আর পির হাতে গ্রেপ্তার হল করন লোহার নামে এক যুবক ।ঝাড়খণ্ডের বাসিন্দা ওই জংশন স্টেশনের প্লাটফর্মে সন্দেহ জনক ভাবে ঘুরে বেরাতে দেখা যায়। তল্লাশি করতেই তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও সাবান কেসে প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। এছাড়াও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, স্টেশনে আগ্নেয়াস্ত্র ও মাদক দিতে আসলেও তিনি সড়ক পথে আলিপুরদুয়ারে পৌছান বলে মনে করা হচ্ছে।হাতবদলের পরিকল্পনা ছিল তবে তার আগেই গ্রেপ্তার করা হয় ।
জি আর পি ইন্সপেক্টর অনুপ ঘোষকে একাধিক বার ফোন করে পাওয়া যায়নি ।তবে এক জি আর পি কর্তা বলেন , দুপুর নাগাদ গ্রেপ্তার করা হয়েছে। কাকে এই আগ্নেয়াস্ত্র ও মাদক দেওয়া হচ্ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে ।