মাথাভাঙ্গা দুই ব্লকের ঘোকসাডাঙায় বিজেপি বিধায়ক সুশীল বর্মনের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে মাথাভাঙ্গা মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির।এদিন বিজেপি নেতৃত্ব জানায় বিজেপি বিধায়ক ঘোকসাডাঙ্গা স্টেশনে টিকিট কাটতে গিয়েছিলেন সেখানে তৃণমূল কর্মীরা জমায়েত ছিলো।বিধায়ককে দেখে বিক্ষোভ দেখায় এবং বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর করে।এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এদিন তারা বিক্ষোভ দেখান।মহকুমা শাসক এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানান বিজেপি নেতৃত্ব।
