ফের কুমারগ্রামের বিত্তিবাড়িতে বিধায়ক আক্রান্ত ,বিধায়কের নিরাপত্তা রক্ষীকে মারা হল চড় ব্যাপক উত্তেজনা এলাকায়।
ফের আক্রান্ত কুমারগ্রামের বিধায়ক সহ বিজেপি নেতৃত্ব ও দুই সিআইএসএফ জওয়ান । আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের মাঝেরডাবরি বিষ্ণুনগর ঘটনার পর এবার মঙ্গলবার কুমারগ্রামের বিত্তিবাড়িতে ত্রাণ দিতে গিয়ে তৃণমূল কর্মীদের রোষের মুখে বিজেপি নেতা তথা কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাঁও সহ বিজেপি নেতৃত্বরা ।ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ।

দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকায় বিধায়ককে বাঁচাতে গিয়ে বিধায়কের এক নিরাপত্তা রক্ষীকে চড় মারা হয় বলে অভিযোগ । এছাড়াও নিরাপত্তা রক্ষীর অস্ত্র কেরে নেওয়ার চেষ্টা চলে । এই ঘটনায় বিধায়ক তিন জন মহিলা বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন । ভাঙচুর করা হয়েছে বিধায়কের গাড়ি সহ আরও একটি গাড়ি ।