রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি (IQAC) কমিটি গঠন ও সদস্য নির্বাচন নিয়ে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ উঠল। তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপা (WBCUPA)-র সদস্যরা অভিযোগ তুলেছেন, তাঁদের রাজনৈতিক কারণে কোনঠাসা করার চেষ্টা চলছে।
মঙ্গলবার এই অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার রায়ের দপ্তরে লিখিত ডেপুটেশন জমা দেন ওয়েবকুপার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রতিনিধিরা। ডেপুটেশন জমা দিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি ড. নির্ঝর সরকার, রাজ্য কমিটির সদস্য অধ্যাপক সিদ্দিক আলম বেগ, অধ্যাপক তমাল বসু রায়, অধ্যাপক পিনাকী রায়, অধ্যাপক সৌমেন সাহা সহ অন্যান্য অধ্যাপকরা।

ডেপুটেশন জমা দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের মূল গেটে দাঁড়িয়ে ড. নির্ঝর সরকার সাংবাদিকদের বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে অধ্যাপকদের বঞ্চিত করা হচ্ছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনের পরিবেশকে দূষিত করা হচ্ছে।” অধ্যাপক সিদ্দিক আলম বেগের অভিযোগ, “গঠনতন্ত্র না মেনে তৈরি হয়েছে এই কমিটি।”
তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে উপাচার্য দীপক কুমার রায় জানান, “সব সিদ্ধান্তই রাজ্য সরকারের নির্দেশ মেনে নেওয়া হয়েছে। এখানে কাউকে কোনঠাসা করার প্রশ্ন নেই। সরকার নির্দেশ দিয়েছে বলেই নতুন কমিটি গঠন হয়েছে।”