অ্যাপভিত্তিক গাড়ি ভাড়া ব্যবস্থার সুযোগ নিয়ে অভিনব প্রতারণার জাল ছড়ানো এক চক্রের চার সদস্যকে গ্রেফতার করল শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ। মূল অভিযুক্ত সোমনাথ মুখার্জি, যিনি কলকাতার বাসিন্দা হলেও, শিলিগুড়ির চম্পাসাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে গত দু’বছর ধরে এই অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা বিভিন্ন অ্যাপস ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নামী গাড়ি সংস্থাগুলির কাছ থেকে দামি গাড়ি ভাড়া নিতেন।

প্রথমে ২-৩ দিনের ভাড়া মিটিয়ে আস্থা অর্জন করলেও, পরে সেসব গাড়ি চুপিসারে বিক্রি করে দিতেন অথবা লিজে চালিয়ে দিতেন।অভিযান চালিয়ে পুলিশ এখনও পর্যন্ত ১৪টি গাড়ি উদ্ধার করেছে— যার মধ্যে ৯টি নাগরাকাটা থেকে এবং ৫টি শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে পাওয়া গেছে।তবে পুলিশের মতে, চক্রটি আরও বড়— তাদের অনুমান অনুযায়ী, ১০০-২০০টিরও বেশি গাড়ি এভাবে হাতিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন সংস্থার কাছ থেকে।চাঞ্চল্যজনকভাবে, কিছু গাড়ির শেষ GPS সিগনাল পাওয়া গেছে নেপাল সীমান্তে। এমনকি, নেপাল পুলিশ ইতিমধ্যেই কয়েকটি গাড়ি উদ্ধার করেছে বলেও সূত্রের খবর।তদন্তে উঠে আসছে আন্তর্জাতিক পাচারচক্রের সম্ভাবনা।