অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে কোচবিহার পৌরসভার সামনে বিক্ষোভ কোচবিহার পৌর কর্মচারী ইউনিয়নের।
উল্লেখ্য এর আগেও বেশ কয়েকবার দেখা গিয়েছে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছিল পৌর কর্মচারী ইউনিয়ন। ফের একই চিত্র দেখা দিল কোচবিহার পৌরসভার সামনে, গত ৩ দিন যাবত বেতন বৃদ্ধির দাবিতে কোচবিহার পৌরসভার সামনে বিক্ষোভ সমিল হচ্ছেন কোচবিহার পৌর কর্মচারী ইউনিয়ন তাদের দাবি অবিলম্বে তাদের বেতন বৃদ্ধি করা হোক।

এই বিষয়ে তারা জানান — যে বেতন কোচবিহার পৌরসভা তাদেরকে দিচ্ছে সেই বেতনে তাদের সংসার কোন ভাবেই চলছে না। তাই আগামী বোর্ড মিটিংয়ে তাদের বেতন বৃদ্ধির বিষয়টি যেন উল্লেখ করা থাকে সেই উদ্দেশ্যেকে মাথায় রেখে তাদের এই বিক্ষোভ বলে জানান তারা।
এ বিষয়ে তারা আরো জানান যদি তাদের দাবি পূরণ না হয় সে ক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে