DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

অসহায় পরিবারকে দূষণমুক্ত পরিবেশ দেবার দাবিতে কোচবিহার পৌরপ্রধানকে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন সিপিআই(এম)এর

কোচবিহার শহরের ১৭নং ওয়ার্ডের সারদা দেবী রোডে চরম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিনযাপন করছে এক অসহায় পরিবার। অবিলম্বে সংশ্লিষ্ট এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এই পরিবারের পাশাপাশি এই এলাকার বসবাসকারী অন্যান্যরাও যাতে দূষণমুক্ত পরিবেশে সুস্থ জীবন যাপন করতে পারেন এ ব্যাপারে যথাযথ উদ্যোগ গ্রহনের দাবি নিয়ে শুক্রবার কোচবিহার পৌরসভার পৌর প্রধানের দ্বারস্থ হলো কোচবিহার শহরের সিপিআই(এম) ১৭নং ওয়ার্ড রবীন্দ্রভবন শাখা।

এদিন তারা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন তুলে দেন পৌর প্রধানের হাতে।
এদিন সিপিআই(এম) নেতা শুভব্রত সেনগুপ্ত বলেন, প্রায় ৫দিন জ্বরে ভুগে চলতি মাসের ১৬তারিখ প্রয়াত হন কোচবিহার শহরের ১৭নং ওয়ার্ডের অন্তর্গত সারদা দেবী রোডের বাসিন্দা ৫৭বর্ষীয় হত দরিদ্র নিরু ঘোষ। এই মুহূর্তে এক সন্তান নিয়ে কোচবিহার এবিএন শীল কলেজের পরিত্যক্ত ও ব্যবহারের অনুপোযোগী একটি বাড়িতে চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বসবাস করছেন এই মৃতের স্ত্রী পূর্ণিমা দাস সহ তার নাবালক ছেলে। প্রায় একমাস যাবত তাদের বাড়ির উঠোনে এক হাঁটু জল জমে চরম অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এছাড়াও জঙ্গল ও বিষাক্ত পোকামাকড় এই বাড়িটিকে ঘিরে রয়েছে। সমগ্র এলাকাটিতে দূষণ ছড়াচ্ছে এবং এলাকাটি মশার আঁতুর ঘর তৈরি হয়েছে। পূর্বে পৌরসভার পক্ষ থেকে এই এলাকাটি পরিষ্কার করা হলেও, বেশ কিছুদিন যাবত তা করা হচ্ছে না। এব্যাপারেই পৌর প্রশাসনকে যথাযথ উদ্যোগ গ্রহণের এদিন দাবি জানালেন তারা। পৌরপ্রধান তাদের কথা শুনেছেন এবং যথাযথ উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন