বুধবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অসম-বাংলা সীমান্তের বক্সিরহাটের তিনআলী মোড় রাইস মিল সংলগ্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে বক্সিরহাট থানার পুলিশ। এই ঘটনায় মফিরুল আলী নামে অসমের বাসিন্দা ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অসম বাংলা সীমান্তের তিনআলি মোর রাইস মিল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক যুবকের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এই ঘটনায় মফিরুল আলী নামে অসমের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যেই অস্ত্র আইনে মামলা রুজু করে স্বাস্থ্য পরীক্ষা করার পর আজ তুফানগঞ্জ দায়রা আদালতে পাঠায় পুলিশ। তবে ওই যুবকের কাছে কি করে আগ্নেয়স্ত্র এলো কোথায় বিক্রির ছক কষিল ওই যুবক। এর সঙ্গে আরও বড় চক্র জড়িত রয়েছে কিনা তা ইতিমধ্যে খতিয়ে দেখে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ।
