অসমে পাচারের আগে মঙ্গলবার গভীর রাতে অসম-বাংলা সীমানার ভাঙ্গাপাকড়ি নাকা চেকিং পয়েন্টে রুটিন অনুযায়ী নাকা তল্লাশি চলার সময় বাংলা দিক থেকে আসা WB 91.8310 নম্বরের একটি কন্টেনার বোঝাই ৪২ টি মোষ উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ। মোষ গুলির বৈধ নথি দেখাতে না পারায় মহিষ পাচারের অভিযোগে গাড়ির চালকে গ্রেপ্তার করেছে বক্সিরহাট থানার পুলিশ। ধৃতকে আজ স্বাস্থ্য পরীক্ষা করার পর তুফানগঞ্জ দায়রা আদালতে পাঠায় পুলিশ। তবে পুলিশ জানিয়েছে ধৃতের নাম মোহাম্মদ জুনেদ। মহিষ গুলি ডালখোলায় লোড হয়ে অসমে পাচার হচ্ছিল বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আরও বড় চক্র জড়িত রয়েছে কিনা তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ।
