আগে হারিয়েছিলেন চাকরি, এখন নাম অযোগ্যদের তালিকায় ,আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পশ্চিম চকচকার বাসিন্দা অসীম বিশ্বাস ছিলেন 26 হাজার চাকরি হারাদের দলে। এবার তার নাম যুক্ত হল অযোগ্যদের তালিকায়। অসীম বিশ্বাস আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের যশোর ডাঙ্গা হাইস্কুলে এডুকেশনের শিক্ষক রূপে চাকরি করতেন। এই চাকরি পাওয়ার আগে তিনি শামুকতলা মহাকালগুড়ি মিশন হাই স্কুলে প্যারা টিচারের কাজ করতেন। তার বাবা প্রফুল্ল বিশ্বাস জানিয়েছেন এই খবরে তারা মানসিক ভাবে বিপর্যস্ত।যদিও জটিল আইনি প্রক্রিয়ায় তারা যাবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত তারা নিতে পারেন নি। যদিও গ্রামের মানুষ বলছেন, অসীম বিশ্বাস টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন।
