অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ছেলের মৃতদেহ তিনদিন ধরে বাড়িতে আগলে পরিবার।অষ্টম শ্রেনীর ছাত্রের দেহ সৎকার করলো না পরিবার। বাড়িতে ফ্রীজার করে রেখেছেন ছাত্রের পরিবার। এমন ভাবে প্রতিবাদ মৃত ছাত্রের পরিবারের। আর এই ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদার মানিকচক থানা এলাকায়।
উল্লেখ্য মালদার মানিকচকের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আবাসনে অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মন্ডলের রহস্যজনক মৃত্যু হয়। ছাত্রের পরিবার অভিযোগ করেন বেসরককারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অত্যাচারে মৃত্যু হয় শ্রীকান্তের।

ঘটনায় তিন দিন পরেও ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেয় নি মানিকচক থানার পুলিশ।তাই সৎকার্য না করে ছাত্রের মৃতদেহর মৃতের বাড়িতেই বরফ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে।
মৃতের বাবা প্রেম কুমার মন্ডল ও পরিবারের অন্যান্য সদস্যদের দাবি সঠিক ময়না তদন্তের রিপোর্ট এবং দোষীকে গ্রেপ্তার না করা পর্যন্ত দেহ সৎকার্য হবে না।ময়না তদন্তের রিপোর্টে কোনরকম গাফিলতি হলে আবার ময়না তদন্ত করতে হবে বলে দাবী।
মৃতের বাবা প্রেম কুমার মন্ডল শুক্রবার রাতেই মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মালিক সাজির হোসেনের বিরুদ্ধে।যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।