রালিগঞ্জ চেকপোস্ট এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি মাল বোঝাই চার চাকা গাড়ি আটক করে। এবং তল্লাশি চালাতেই উদ্ধার প্রচুর পরিমাণ গাঁজা। এরপরেই এই ঘটনায় চার চাকা গাড়িতে থাকা তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম দিলীপ বিশ্বাস (৪০) রতন বর্মন (৩১) বিশ্বরূপ সরকার (১৯)। বিধান নগর থানার পুলিশ সূত্রে জানা গেছে ওই চারচাকা গাড়ি থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। এবং উদ্ধার হওয়া গাজ ন কোচবিহার জেলার নিশিগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল বহরমপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। রবিবার ধৃত তিনজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
