ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস দের পক্ষ থেকে অভয়া ক্লিনিক রিলিফ ক্যাম্প ময়নাগুড়ি বন্যা কবলিত এলাকায়।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে এদিন ময়নাগুড়ি আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের খাটো বাড়ি এলাকায় একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এই মেডিকেল ক্যাম্পে মোট চারজন জুনিয়র চিকিৎসক সহ নার্স এবং অন্যান্য সহযোগীদের নিয়ে মোট ১২ জনের একটি দল ময়নাগুড়ি খাটো বাড়িতে আসে। এবং একটি সম্পূর্ণ বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

মেডিকেল ক্যাম্পে বন্যা দুর্গত এলাকার প্রচুর মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। এবং বিনা বিনামূল্য ে ওষুধ বিতরণ করা হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফন্টের পক্ষে থেকে এদিন এক চিকিৎসক বলেন আমরা অভয়া ক্লিনিক নামে এই ক্লিনিকে বর্তমান যেসব জায়গায় বন্যা পীড়িত এলাকা সেখানে এসে বর্তমান বন্যা পরিস্থিতির পরে যেসব সমস্যা মানুষের মধ্যে হয়ে থাকে সেইসব সমস্যা চিন্তা করে তাদের পাশে আমরা দাঁড়াই, শুধু এখানেই নয় বিভিন্ন বন্যা প্লাবিত এলাকায় আমরা মেডিকেল ক্যাম্প করব এবং ওইসব এলাকার মানুষদের চিকিৎসা করব এই অভয়া ক্লিনিক রিলিফ ক্যাম্পের পক্ষ থেকে।