অভয়া কাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ১৪ ই আগস্ট শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মশাল মিছিলের আয়োজন করেছে সংগঠন The Night Ours। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিলটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শিলিগুড়ির রাজপথ অতিক্রম করবে। এদিন শিলিগুড়ির বাঘা যতীন পার্কে সাংবাদিক সম্মেলনে সংগঠনের সদস্যরা অভিযোগ করেন, ঘটনার এক বছর পেরিয়ে গেলেও অভয়ার দোষীরা এখনও শাস্তি পায়নি। সিবিআই এবং পুলিশের ভূমিকা নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন। সংগঠনের আহ্বান, শহরের সকল নাগরিক এই মশাল মিছিলে যোগ দিয়ে দোষীদের শাস্তির দাবিকে জোরদার করুন, যাতে ভবিষ্যতে এমন অপরাধ আর না ঘটে।
