অবৈধ বালির গাড়ি আটক করল ময়নাগুড়ি থানার ভোটপট্টি ফাঁড়ির পুলিশ।
চারিদিকেই বাড়ছে বালি মাফিয়াদের দৌরাত্ম, এর ফলেই পুলিশ প্রশাসন হয়েছে তৎপর ,
গতকাল ১০ জুলাই বৃহস্পতিবার ময়নাগুড়ি ব্লকের রাজার হাট এলাকায় বালি বোঝাই পিকআপ গাড়ির খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুততার সঙ্গে ছুটে যায় ও দেখতে পাওয়া মাত্রই পেছনে ধাওয়া করে, বেশি দূর পালাতে না পেরে রাস্তায় গাড়ি ছেড়ে চালক পালিয়ে যায় ।

এদিকে সেই বালি বোঝাই পিকআপ গাড়িটিকে ধরতে সক্ষম হয় পুলিশ।
বালি সহ গাড়িটিকে থানায় নিয়ে আসা হয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ সূত্রে জানা যায় ভোটপট্টি পুলিশ ফাঁড়ির থানার পক্ষ থেকে এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে পুলিশ সূত্রে খবর।