বুড়িরহাট ২ এর যমদুয়ার এলাকায় অবৈধ গাঁজাসহ দুই যুবতী গ্রেপ্তার । সাহেবগঞ্জ থানার পুলিশ বুড়িরহাট জমদুয়ার এলাকায় অবৈধ গাঁজাসহ দুই যুবতীকে গ্রেপ্তার করে। শনিবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ একটি বিশেষ অভিযান চালায়।
অভিযানের সময় পুলিশ লক্ষ্য করে, একটি টোটোয় করে দুই যুবতী পিঠে ব্যাগ নিয়ে যাচ্ছিল। সন্দেহভাজন ওই টোটোটি আটক করে তল্লাশি চালানো হলে যুবতীদের ব্যাগ থেকে অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই যুবতীর বাড়ি ক্যানিং এলাকায়। তবে তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এসময় উপস্থিত ছিলেন এসডিপিও ধীমান মিত্র, সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শা এবং অন্যান্য পুলিশ কর্মীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তারকৃত যুবতীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।