আবারো অবৈধভাবে ভারতে আসা তিনজন বাংলাদেশিকে গ্রেফতার করল লালগোলা থানার পুলিশ। লালগোলার চাটাইডুবি এলাকার বিভিন্ন বাড়ি থেকে এদেরকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল মহ:জিয়ায়ুল সেখ(৩৩),পিন্টু সেখ(৩০),ফরিদ সেখ(৩৩)।তাদের বাড়ি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে,বাংলাদেশীদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধারকার্ড। ধৃতদের এদিন সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালগোলা থানা থেকে লালবাগ মহকুমা আদালতে পাঠায় পুলিশ । এই বাংলাদেশীরা কতদিন আগে ভারতে এসেছিল এবং কাদের সহয়তায় এসেছিল?এরপাশাপাশি এই তিনজন বাংলাদেশীদের সঙ্গে আর কোনো বাংলাদেশী অবৈধভাবে ভারতে এসেছিল কিনা;এই সমস্ত তথ্য জানার জন্য তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ
