রোববার রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকা এখন জলমগ্ন। ঢাকা শহরের প্রধান সড়কগুলোসহ বিভিন্ন এলাকার অলিগলিতেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে সাতসকালেও যারা ঘর থেকে বের হয়েছেন তাদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। ঢাকার মিরপুর, মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মগবাজার, মৌচাকের কিছু এলাকায় কোমর ও হাঁটুসমান জল জমে থাকতে দেখা গেছে। হাতিরঝিলের কিছু এলাকাতেও জল জমে আছে। সড়কে জমে থাকা জলের কারণে অনেক এলাকাতে তীব্র যানজটও তৈরি হয়েছে। সোমবার সকাল১০টার পরেও জল নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি। এর সঙ্গে চলছে বিভিন্ন সড়কে উন্নয়ন কাজ, যা ভোগান্তি আরও বাড়িয়েছে।
