রাতের অন্ধকারকে হাতিয়ার করেই রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র বিদ্রোহী মোড়ে চলছে অবাধে পুকুর ভরাট। ডাম্পার ভরে একের পর এক মাটি ফেলে ভরাট করা হচ্ছে প্রায় ২০০ বছরের পুরনো পুকুর। অভিযোগের আঙুল উঠছে রায়গঞ্জ পুরসভার উপ-পুরপ্রশাসক অরিন্দম সরকারের দিকে। আরি পুকুরপাড়াতকে কেন্দ্র করেই রীতিমতো সুর ছড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুকুর ভরাট নিয়ে কড়া ভাষায় সকল জেলা প্রশাসনকে সতর্ক করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু তাতে যে আদৌ কোন কাজ হয়নি তার প্রমাণ মিললো রায়গঞ্জ শহরে।

স্থানীয়দের দাবি, এই পুকুরেই জমত বাজার থেকে শুরু করে এলাকার নিকাশি নালার জল। হঠাৎ রাতের ঘুটঘুটে অন্ধকারে ডাম্পারের আনাগোনা দেখে সন্দেহ হয় তাঁদের। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, নিয়ম ভেঙেই রাতের অন্ধকারে চলছে মাটি ফেলার কাজ। শুক্রবার রাতে স্থানীয়রা একটি ডাম্পার আটক করলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুকুর ভরাটের জন্য মাটি নিয়ে আসা কি ডাম্পারকে আটক করেন স্থানীয়রা সেখানে ডাম্পারচালক কি জানিয়েছেন শুনে নিন।।
প্রশ্ন উঠছে—মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ থাকা সত্ত্বেও, কীভাবে চলছে এই পুকুর ভরাট? কার মদতে হচ্ছে এই কাজ? ঘটনাস্থলে গিয়ে পুলিশ আপাতত কাজ বন্ধ করেছে। তবে অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন এলাকাবাসীরা।