অবশেষে ছাড়া পেলেন দিল্লি পুলিশের হাতে আটক দিনহাটার সাবেক ছিটের সাত বাসিন্দা, খুশির হাওয়া পরিবারের সদস্যদের মধ্যে। বুধবার দুপুরে দিনহাটা শহর সংলগ্ন বলরামপুর রোড এলাকায় সাবেক ছিট বাসীদের স্থায়ী ক্যাম্পে গিয়ে দেখা গেল সেখানে দিল্লী পুলিশের হাতে আটক হওয়া ৭ বাসিন্দার পরিবারের সদস্যরা খুবই খুশি। মঙ্গলবার রাতে দিল্লি পুলিশের হাতে যারা আটক হয়েছিলেন সেই সাতজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। আর এই খবর ছড়িয়ে পড়তেই একদিকে যেমন পরিবারের সদস্যরা খুশি তেমনি সেখানে থাকা অন্যান্য নাগরিকরাও খুশি। উল্লেখ্য,

শনিবার সামনে আসে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দিল্লী পুলিশের হাতে আটক হয় ৮ জন দিনহাটার বাসিন্দা। এরপরেই তাদের মধ্যে একজনকে পুলিশ ছেড়ে দিলেও বাকি সাত জনকে আটক করে রাখে। আর সেই সাতজন সাবেক ছিট মহলের বাসিন্দা বলে জানা যায়। ২০১৫ সালে ছিট মহল বিনিময়ের পর বাংলাদেশের ভেতরে থাকা ভারতীয় ছিটমহলের বাসিন্দারা সেই সময় ভারতে চলে আসে। তারপর থেকে তারা ভারতে বসবাস করতে থাকে পেটের তাগিদেই ভিন রাজ্যে কাজে পাড়ি দিয়েছিলেন দুটি পরিবারে বেশ কয়েকজন। সেখানেই দিল্লী পুলিশ তাদের আটক করে। এই ঘটনার পরে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। তাদের বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করা হয় এর পরে দিনহাটা থানার পুলিশ সমস্ত নথিপত্র দিল্লি পুলিশের কাছে পাঠায় শুধু তাই নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেও ডেপুটেশন দেওয়া হয় তারপরেই দেখা গেল মঙ্গলবা রাতে দিল্লি পুলিশ তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া বিভিন্ন মহলে।