দিনভর খোঁজ চালানোর পর অবশেষে করলা নদীর ১৩নং স্পার থেকে উদ্ধার হল কৃষ্ণ রজকের মৃতদেহ। জলপাইগুড়ি শহর থেকে নদীপথে প্রায় ৬ কিলোমিটার দূর থেকে উদ্ধার হয় মৃতদেহ৷ মৃতদেহ উদ্ধার করলো সিভিল ডিফেন্স কর্মীরা৷গতকাল পেশায় ধোপা কৃষ্ণ রজক নিজের বাড়ির সামনে করলা নদীতে জামা কাপড় ধোয়ার জন্য নদীতে নামে। নদীতে প্রচুর জল থাকায় কৃষ্ণা নদীতে তলিয়ে যায়।

কৃষ্ণা সাতার না জানায় নদীর গভীরে চোলে যায়। গতকাল সিভিল ডিফেন্স কর্মীরা গোটা দিনভর নদীতে বোর্ড নিয়ে তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি। আজ মন্ডলঘাট এলাকায় ১৩নং স্পার এলাকায় স্থানীয় বাসিন্দারা দেখতে পায় নদীতে একটি মৃতদেহ ভেসে আছে৷ খবর দেওয়া হয় সিভিল ডিফেন্স কর্মীদের৷ খবর পেয়ে সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনার স্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে কৃষ্ণার পরিবারকে খবর দেওয়া হয়৷ পরিবারের সদস্যরা ঘটনার স্থলে গিয়ে মৃতদেহ সনাক্ত করে। এর পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ। ময়নাতদন্তের জন্য পুলিশ জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে মৃতদেহ পাঠিয়েছে৷ এই ঘটনায় ১নং ওয়ার্ডের রায়কতপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷