নাবালিকা স্কুল ছাত্রীদের জোর করে কলকাতায় নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার এআইডিএসওর জেলা সভাপতি সহ মোট চার কর্মী।
রবিবার ঘটনা ঘিরে বাগডোগরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের সামনে উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের অন্ধকারে রেখে স্কুল ছাত্রীদের কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। এদিন স্কুল ছুটি থাকলেও ছাত্রীরা স্কুলের সামনে জমায়েত করলে স্কুল কর্তৃপক্ষ জানতে পারে এআইডিএসওর কর্মীরা তাদের সমাবেশে যোগ দিতে কলকাতায় নিয়ে যাচ্ছে। যার কোন অনুমতি স্কুল কর্তৃপক্ষ অথবা অভিভাবকদের কাছ থেকে নেয়নি তারা। স্কুল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ। এআইডিএসও জেলা সভাপতি কল্লোল বাগচী, নমিতা দাস , দীপা বর্মন ও প্রণয় মন্ডল কে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করা হয়েছে।
