অপরাধ দমনে এবার নয়া প্রযুক্তি ব্যবহার রেলের। ফেসিয়াল রিকগনাইজেশন সফটওয়্যার বা এফ আর এস। অর্থাৎ মুখমণ্ডল চিহ্নিতকরণ। রেলের খাতায় অপরাধী। অর্থাৎ এর আগে যারা কখনো কোন অপরাধে আরপিএফএর কাছে গ্রেপ্তার হয়েছে। তারা যখন স্টেশন চত্বরে প্রবেশ করবে তখন তাদের মুখমন্ডল সিসিটিভিতে দেখা যেতেই আরপিএফ এর কন্ট্রোল রুমে বার্তা চলে যাবে। আরপিএফ তার উপর নজর রাখবে এবং জিজ্ঞাসাবাদ করবে। অর্থাৎ সে যাতে পুনরায় কোনভাবে অপরাধ না সংঘটিত করতে পারে।

এই প্রযুক্তির ব্যবহারে রেলে নিরাপত্তা সুনিশ্চিত হবে বলে আশা করছেন আধিকারিকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা ডিভিশনে আরপিএফ আধিকারিকদের নিয়ে এক সেমিনারে অংশগ্রহণ করতে এসে সংবাদ মাধ্যমকে এমনই কথা জানান পূর্ব রেল ের আরপিএফ আইজি তথা প্রিন্সিপাল চিপ সিকিউরিটি কমিশনার অমিও নন্দন সিনহা সাথে ছিলেন মালদা রেল ডিভিশনের ডিভিশনাল আরপিএফ কমান্ডেন্ট একে কুল্লুl