প্রেম করে অন্তসত্ত্বা তারপরেই বিয়ে, সেই স্ত্রীকে ঘরে তুলতে অস্বীকার শীতলকুচি গীতালদহ মরিচা এলাকার মিন্টু মিয়ার। এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল।
জানা যায়,, ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘরে নিতে অস্বীকার গীতালদহ মরিচা এলাকার এলাকার মিন্টু মিয়া। বৃহস্পতিবার ওই অন্তঃসত্ত্বা মহিলা জানান কয়েক মাস আগে গীতালদহ মরিচা এলাকার মিন্টু মিয়া নামে এক ব্যক্তি আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন তখন আমি গর্ভবতী হয়ে যাই। এরপরেই ওই মহিলাকে মিন্টু মিয়া বিবাহ করে। বিবাহ করার পর কাজের সূত্রে ভিন্ন রাজ্যে নিয়ে যায় । ভিন রাজ্য থেকে কাজ করে বাড়ি ফেরার সময় চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ওই মহিলা । বাড়ি ফেরার পর মিন্টু মিয়া তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে নিজের বাড়ি চলে যায় । তারপর কেটে যায় কয়েক মাস। হঠাৎ করে মিন্টু মিয়া, ওই অন্তঃসত্ত্বা মহিলা অর্থাৎ তার স্ত্রী কে ফোন মারফত তার বাড়িতে ডেকে নেয় বলে জানান অন্তঃসত্ত্বা মহিলা।
সেই কথামতো আজ আর বাড়িতে গেলে ওই অন্তঃসত্ত্বা মহিলা তার স্বামী মিন্টু মিঞা ওই মহিলাকে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করে ফিরিয়ে দেয় ,বাড়িতে আশ্রয় দেয়নি মিন্টু মিয়া।
