বেতন ও বোনাসের দাবিতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামলেন রায়গঞ্জ মেডিক্যালে কোম্পানি নিযুক্ত অস্থায়ী কর্মীরা। নিরাপত্তারক্ষী, ওয়ার্ড বয় ও গার্লস এবং হাউস কিপিং-র কাজের সাথে যুক্ত কর্মীরা এদিন থেকে আন্দোলন শুরু করেছেন। আন্দোলনকারীদের অভিযোগ পূজার আর হাতে গোনা কয়েকদিন বাকি, এখনও তাদের বেতন দেওয়া হয়নি। পাশাপাশি মেলেনি এখনও পূজার বোনাসের সামান্য টাকাও। ফলে উৎসবের মরসুমে চরম বিপদে পড়েছেন তাঁরা। বারংবার কোম্পানির কাছে বেতন ও বোনাসের দাবি জানিয়ে কোন সুরাহা না পেয়ে অবশেষে কর্মবিরতি ডাকার রাস্তা বেছে নিয়েছেন তাঁর ৷

এদিকে নিরাপত্তারক্ষী সহ কোম্পানি নিযুক্ত অন্যান্য কর্মীদের আন্দোলনের জেরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিষেবায়৷
রায়গঞ্জ মেডিক্যাল কলেজের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেন, তিন বিভাগের কর্মীরা আন্দোলনে নেমেছেন। তাঁরা সময়মত বেতন ও পূজার বোনাসের দাবিতে আন্দোলন শুরু করেছেন। আমরা পুরো বিষয়টি স্বাস্থ্য ভবনে জানিয়েছি। এবং হাসপাতালের পরিষেবা ব্যহত হওয়ার আশঙ্কা থেকে আন্দোলনকারীদের আমরা অনুরোধ করেছি কাজে যোগ দেওয়ার জন্য।