অনলাইনে আর্থিক প্রতারণা মামলায় বিহারের দ্বারভাঙ্গা থেকে স্ত্রী সহ এক প্রতারককে গ্রেপ্তার করল কোচবিহার জেলা পুলিশ। ধৃতদের নাম শুভজিৎ বল্লভ এবং রিয়া বল্লভ।
মঙ্গলবার কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, সম্প্রতি কোচবিহার জেলার তুফানগঞ্জ এবং দিনহাটা সাহেবগঞ্জ এলাকায় বিএসএফ ক্যাম্প সংলগ্ন যে কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে, সেখানে ফোন মারফত এই শুভজিৎ বল্লভ নিজেকে বিএসএফের বিভিন্ন আধিকারিকের পরিচয় দিয়ে কাস্টমার সার্ভিস পয়েন্টকে বলেন নির্দিষ্ট একটি ব্যাংক একাউন্ট নম্বরে টাকা পাঠানোর জন্য, পরবর্তীতে টাকা ফেরত দিয়ে দেওয়া বা কমিশন দিয়ে দেওয়ার কথা বলা হয়। কিন্তু এরপর এই কাস্টমার সার্ভিস পয়েন্টগুলি থেকে পার্শ্ববর্তী ক্যাম্পে খোঁজ নিয়ে জানা যায়, এই আধিকারিক থাকেন না এই ক্যাম্পগুলিতে। এরপর প্রতারিতরা লিখিত অভিযোগ দায়ের করেন তুফানগঞ্জ এবং সাহেবগঞ্জ থানায়। এরপরই তদন্তে নামে পুলিশ।

তদন্তে নামার পর পুলিশ জানতে পারে নদীয়া জেলার রানাঘাটের ধানতলা নিবাসী শুভজিৎ বল্লভ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই মাসের ২৮তারিখ বিহার রাজ্যের দ্বারভাঙ্গা এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশ জানতে পারে যে সংশ্লিষ্ট এই নম্বর ব্যবহার করে ২০২৪সালে গোটা দেশে ৮৭৭টি প্রতারণা করেছে এই ব্যক্তি। ২০২৫ সালে এখনও ৬৮টি প্রতারণা করেছেন তিনি। যার মধ্যে ১৯টি প্রতারণা তিনি করেছেন কোচবিহার জেলায়। এবছরে তার আর্থিক প্রতারণার পরিমাণ প্রায় ৪৮লক্ষ ১৫হাজার টাকা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। সাহেবগঞ্জ থানা এবং তুফানগঞ্জ থানার যৌথ টিম স্ত্রী সহ এই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে কোচবিহারে। তাদের থেকে উদ্ধার হয়েছে তিনটি মোবাইল। এর মধ্যে দুটি অ্যান্ড্রয়েড এবং একটি আই ফোন। তার কাছে যে কাগজপত্র উদ্ধার হয়েছে তা খতিয়ে দেখে আর কোথায় কোথায় এই প্রতারণা করেছেন এই ব্যক্তি, তা জানা যাবে বলে আশা প্রকাশ করেন পুলিশ সুপার
তিনি বলেন, এনসিআরপি থেকে একটি তালিকা পেয়েছেন তারা। তাতে দেখা যাচ্ছে বিহার, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্যে এই প্রতারণার জাল বিছিয়েছিলেন এই ব্যক্তি। কোন এক সময় জঙ্গিপুর থানাও গ্রেপ্তার করে এই ব্যক্তিকে। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও এই প্রতারণার কাজ শুরু করেন। বিভিন্ন রাজ্য বদল করে হোটেলে বসে এই কাজ করতেনন এই ব্যক্তি বলে এদিন জানান পুলিশ সুপার।