অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের চৌকুসী বলরামপুর এলাকায়। এ বিষয়ে বুধবার স্থানীয়রা জানান মঙ্গলবার রাতভর ওই এলাকায় কুকুর ডাকতে থাকে। কুকুরের ডাক এতটাই বেশি ছিল যে ভয়ে কেউ বাড়ি থেকে বের হতে সাহস পায়নি। বুধবার সকালে ওই এলাকায় দেখা যায় অজানা জন্তুর পায়ের ছাপ। ঘটনা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য এলাকায়। স্থানীয়রা জানান এর আগে ওই এলাকায় এত বড় পায়ের ছাপ তারা কখনো দেখেননি। এছাড়াও অজানা জন্তুর গোঙ্গানির শব্দ পান তারা। বিভিন্ন বাড়িতে ছাগল গরু থাকে এছাড়াও বাচ্চারা বাড়িতে খেলাধুলা করে। তাই বড় ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে বনদপ্তরের সহায়তা আশা করছেন তারা। এতটাই ওই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় যে মঙ্গলবার রাতভর অনেকেই ওই এলাকায় ঘুমোতে পারেননি।
