মেখলিগঞ্জ হাসপাতাল মোড়ে আগুনে পুড়ে গেল চারটি দোকান। ক্ষতির পরিমান ৩০লক্ষেরও বেশি দাবি ব্যবসায়ীদের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেখলিগঞ্জে। জানা যায় মঙ্গলবার ভোর রাতে হঠাৎ দোকান ঘরে আগুন জ্বলে ওঠে। যা দেখার পর হাসপাতালের কর্তব্যরত সিকিউরিটি গার্ড প্রথমে মেখলিগঞ্জ দমকলকর্মীদের ফোন করেন। এরপর তারা এসে আগুন নেভানোর কাজে লেগে পড়েন। কিন্তু আগুনের তীব্রতা এতো বেশি যে পরে তারা কোনভাবেই নিয়ন্ত্রনে আনতে পারছিলেন না।

পরে হলদিবাড়ি থেকে একটি ইঞ্জিন এসে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে চারটি দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। দোকানের মালিক তাপশ রায় বলেন, এই দোকানের ওপরে পরিবারের রুজিরোজগার চলে। যে ক্ষতি হলো জানিনা কিভাবে তা পুরন করবো। পাশাপাশি তিনি প্রশাসনের কাছে সহযোগিতার আবেদনও রাখেন। অপর এক ব্যবসায়ী শ্যামল রায় বলেন, গতকাল কাকু দোকানে ৮০হাজার টাকার জিনিসপত্র তুলেছিলো। কে জানে এভাবে সবকিছু আগুনে পুড়ে যাবে।
এদিকে ঘটনার খবর পেয়ে মেখলিগঞ্জ পৌরসভার কাউন্সিলর বাবলু বর্মন ছুটে আসেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।