আবারও ৩১জুলাই মধ্যরাতে স্বাধীনতা দিবস পালন করলেন প্রায় সাড়ে ছয় দশকের বেশি সময় নিজভূমে পরবাসীর জীবন কাটানো সাবেক ছিটমহলবাসীরা। ঐতিহাসিক ছিটমহল হস্তান্তর বিনিময় চুক্তির ১১তম স্বাধীনতা দিবস উদযাপন করলেন নব্য ভারতীয়রা।
বৃহস্পতিবার মধ্যরাতে দিনহাটার দক্ষিণ মশালডাঙ্গা এবং পোয়াতুরকুঠি সাবেক ছিট মহলে এই স্বাধীনতা দিবস পালন করেন সাবেক ছিটমহলবাসীরা ভারতের জাতীয় পতাকা উত্তোলন, মোমবাতি প্রজ্বলন, তোষ ভাজি পোড়ানো ও ভারতের জাতীয় সংগীত কন্ঠের ধারণ করার মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করেন তারা।

১৯৪৭সালের ১৫আগষ্ট গোটা ভারতবর্ষ স্বাধীনতার স্বাদ পেলেও ভৌগলিক অবস্থানগত কারণেই প্রায় সাড়ে ছয় দশকের বেশি সময় ধরে নিজভূমে পরবাসীর জীবন কাটাতে হয়েছিল এই সাবেক ছিটমহলবাসীদের। বহু লড়াই সংগ্রামের পর অবশেষে ২০১৫ সালের ৩১শে জুলাই মধ্যরাতে ঐতিহাসিক এই ছিটমহল হস্তান্তর বিনিময় চুক্তি হয়। এদিন ভারতের সাথে যুক্ত হয় ৭হাজার ১১০একর জমি, বাংলাদেশ পায় ১৭হাজার ১৬০একর জমি। ২০১৫ সালের আগে পর্যন্ত সরকারিভাবে ১১১টি ভারতীয় ছিট মহল এবং ৫১টি বাংলাদেশের ছিটমহল ছিল।
নিজেদের প্রাপ্য অধিকারের দাবিকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই ছিটমহল হস্তান্তর বিনিময় চুক্তির দশম বর্ষ উদযাপন করলেন সাবেক ছিটমহলবাসীদের বড় অংশ।