সকাল সকাল চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল। বুনো হাতির দল বীচ চা বাগানে ছিল সেখান থেকে এশিয়ান হাইওয়ে সড়কে চলে আসে এবং সড়ক পারাপার করে ভার্ণাবাড়ি চা বাগানে চলে যায়। পরবর্তীতে বুনো হাতির দল ভার্নাবাড়ি চা বাগানে দাপিয়ে বেড়ায়। বুনো হাতির দলে ছোটো বড় মিলিয়ে মোট আটটি হাতি ছিল। ঘটনাস্থলে বনকর্মীরা পৌছায় তারা বুনো হাতির দলকে জঙ্গলে পাঠানোর চেষ্টা চালায়
