কোচবিহারে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর উপর তৃণমূলের হামলা, এরই প্রতিবাদে চোপড়া বিজেপির পক্ষ থেকে চোপড়া ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকেরা।
এ বিষয়ে চোপড়া বিজেপি নেতৃত্বরা জানানো কোচবিহারে যেভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা যে হিংস্রতা দেখিয়েছে, আমরা চাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক।
অবরোধ চলাকালীন চোপড়া পুলিশ প্রশাসনের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বিজেপি সমর্থকরা। চোপড়া বিজেপির দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন তারা। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ হওয়ার দরুন যান চলাচল ব্যাহত হয় । পরবর্তীতে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
