শীতলকুচি ডাকঘরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি একটি গোলমাল দোকানে।
রাতের নীরবতা ভেঙে হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায় ডাকঘরা বাজারে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দোকানের ভিতরে ।

খবর পেয়ে স্থানীয় মানুষজন ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। বহুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে পুড়ে যায় দোকানে থাকা মালপত্র।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে প্রাথমিকভাবে মোমবাতি অথবা ধূপকাঠি সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি, তবে দোকানদারের প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।