২০ টাকার জন্য সহপাঠীর নির্যাতনের অভিযোগ ! শিলিগুড়ি বয়েজ় হাই স্কুলে অষ্টম শ্রেণির ছাত্রের ওপর শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ .পড়াশোনা, বন্ধুত্ব আর শৈশবের আনন্দের জায়গা হওয়ার কথা স্কুল। কিন্তু শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রের কাছে তা পরিণত হয়েছে আতঙ্কে। অভিযোগ, প্রতিদিন ২০ টাকা না দিলে সহপাঠীর হাতে মার খেতে হচ্ছে তাকে। এই ঘটনা একদিনের নয়, দীর্ঘদিন ধরে চলছে এই নির্যাতন। সাম্প্রতিক ঘটনায়, অভিযুক্ত ছাত্র স্কুলের দ্বিতীয় তলের এমন এক সিঁড়ির কোণে নিয়ে যায় ভুক্তভোগীকে, যেখানে সিসি ক্যামেরা নেই।

সেখানে চলে শারীরিক মারধর। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করে নি ডিজিটাল বাংলা ।
প্রধানশিক্ষক উৎপল দত্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আক্রান্ত ও অভিযুক্ত দুই পক্ষের অভিভাবককে ডাকা হয়েছে। স্কুল প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।” আক্রান্তের বাবা অলোক মালো ক্ষোভ প্রকাশ করে বলেন, “এর আগেও এমন ঘটনা ঘটেছে, শিক্ষকরা জানতেন। কিন্তু ব্যবস্থা নেননি। আবার নতুন করে অন্যজন শুরু করেছে। এভাবে সন্তানকে এই স্কুলে পড়ানো সম্ভব নয়।”
অভিযোগ উঠছে, শুধু ওই ছাত্র নয়, আরও কয়েকজন পড়ুয়া একই ধরনের চাঁদাবাজি ও হেনস্থার শিকার হয়েছে। সহকারী প্রধান শিক্ষক রণজয় দাস জানান, মঙ্গলবার অভিভাবকদের ডেকে সব শুনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।