শিলিগুড়ি ঠাকুর নগর কান্ডে গ্রেফতার মুখিয়া গ্যাং এর আরোও এক মুল পান্ডা . ঠাকুর নগর কান্ডের মূল অভিযুক্ত উত্তম সরকার ওরফে আশিস এবার পুলিশের জালে। দীর্ঘ দু মাস গা ঢাকা দেওয়ার পর অবশেষে শিলিগুড়ি থেকে তাকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।
গত জুন মাসে ডাবগ্রাম ফুলবাড়ীর ঠাকুরনগরে ওই মুখিয়া গ্যাং এর হামলায় জখম হন বেশ কয়েকজন। প্রকাশ্যে মারধর করা হয় এলাকাবাসীদের।

দাদাগিরি দেখায় জনা ২০ দুষ্কৃতি। ঘটনার পর রাত্রেই গ্রেফতার করা হয় ৬ দুস্কৃতিকে। সর্বমোট মিলিয়ে মোট ৭ জনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ।এর পর খোঁজ শুরু হয় বাকিদের। অবশেষে দুমাস পর ভবেশ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে গত শুক্রবার রাতে গ্রেফতার করা হয় লালু সাহানী নামে মুখিয়া গ্যাংএর আরেক সদস্যকে।তার ২৪ ঘন্টার মধ্যই ঠাকুর নগর তার বাড়ি থেকে গ্রেফতার হয় উত্তম সরকার ওরফে আশিস।