ডাকাতির ছক বানচাল, ধারালো অস্ত্রসহ পুলিশের জালে সাত দুষ্কৃতী . পরিকল্পনা ছিল কোন বড়সড় অসামাজিক কাজের, সেই লক্ষ্যেই এনজেপি সাউথ কলোনি কোয়ার্টার মাঠে জড়ো হয়েছিল ১০-১২ জন একটি ডাকাত দল তাদের কাছে ছিল বেশকিছু ধারালো অস্ত্র।গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার রাতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের সাতজনকে গ্রেফতার করে।

ধৃতরা হল অমিত দাস,ছটু সরকার,সুশান্ত রায়,শ্রীকান্ত রায়,রাকেশ বর্মন,অজয় সরকার,জিতু রায়,ওরফে বজরং কে। ধৃতদের বিরুদ্ধে ডাকাতি,চুরি,ছিনতাই সহ একাধিক মামলাও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।