সাত সকালে শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ১২ নাম্বার জাতীয় সড়কে কন্দখোলার কাটিংয়ের পাশে জঙ্গলের মধ্যে এক মাঝ বয়সি মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এরপর খবর দেওয়া হয় শান্তিপুর থানায় তারাও এসে পৌঁছায় অন্যদিকে রোড ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও উপস্থিত হন পুলিশ কর্মীরা, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।

আনুমানিক বছর পঞ্চাশের ওই ব্যক্তির কপালে একটি ফুটো এবং কানের একটি অংশ খসে যাওয়া অবস্থায় ছিলো। আশেপাশের এলাকাবাসীরাও মৃতদেহ সনাক্ত করতে পারিনি অনেকের ধারণা মৃতদেহ অন্য কোথা থেকে নিয়ে এসে ফেলে যাওয়া হয়েছে এই জায়গায়। তবে এখানেও জঙ্গলের মধ্যে রক্ত পাওয়া গেছে।জাতীয় সড়ক থেকে বেশ খানিকটা দূরে হওয়ায় পথ দুর্ঘটনা জনিত কারণে মৃত্যু নয় বলেই মনে করছেন অনেকে।তবে গোটা বিষয়টি স্পষ্ট হবে ময়নাতদন্তের পর। ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ।