উত্তর ২৪পরগনায় অনুষ্ঠিত ৫২তম রাজ্য সাব জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পেয়ে কোচবিহার জেলার নাম উজ্জ্বল করল তুফানগঞ্জ মহকুমার চিলাখানা দুই গ্রাম পঞ্চায়েতের বড়ভিটা এলাকার অরিজিৎ বর্মন। চিলাখানা দুই গ্রাম পঞ্চায়েতের বড়ভিটা এলাকার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি মানিক বর্মনের ছেলে অরিজিৎ বর্মন। ঘোগারকুটি হাইস্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশুনা করে সে। বাবার সামান্য আয়ে চলে সংসার। পড়াশোনার পাশাপাশি জুডো খেলার স্বপ্ন তার। ছেলের বায়নার কাছে হার মেনে কোচ বাবলু দাসের কাছে বছরখানেক আগে ভর্তি করিয়ে দেন পরিবারের লোকজন। প্রায় ১৫ কিলোমিটার দূর থেকে নিয়মিত ক্লাসে যেতেন। জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার আগরপাড়া মহাজাতি নগরে ২৭ শে জুলাই বসেছিল রাজ্য সাব জুনিয়র যুব চ্যাম্পিয়নশিপ এর আসর। সেখানে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি কোচবিহার জেলা থেকে চারজন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করে। তার মধ্যে চারজনেই তুফানগঞ্জ মহাকুমার বিভিন্ন এলাকার। সেখানেই চূড়ান্ত পর্যায়ের ৬৬ কেজি বিভাগে নিকটতম প্রতিদ্বন্দ্বী হাওড়া জেলাকে হারিয়ে কোচবিহার জেলার মুখ উজ্জ্বল করার পাশাপাশি স্বর্ণপদক দখল করেন। সেখানেই রাজ্য যুব সংস্থার সভাপতি সুজিত বোস ও তপন বক্সি নজরে আসে অরিজিৎ। তাদের তত্ত্বাবধানে আগামী আগস্টে দেশের হয়ে খেলবে অরিজিৎ। অরিজিৎ বর্মনের এই সাফল্যে খুশি কোচ বাবলু দাস ও পরিবারের লোকজন এবং পাড়া-প্রতিবেশীরা। আগামী দিনে দেশের হয়ে খেলাই তার স্বপ্ন।
