রাজ্যের শ্রম দপ্তরের তত্ত্বাবধানে সোমবার জলপাইগুড়ি নেতাজিপাড়া বাস টার্মিনাসে পরিবহন শ্রমিকদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে সরকারি আধিকারিকরা জানান, পরিবহন শ্রমিকরা পেনশন, বীমা, দুর্ঘটনা ও শারীরিক অক্ষমতাজনিত আর্থিক সহায়তা সহ একাধিক সরকারি সুবিধা পাবেন। শ্রমিকদের সুরক্ষার জন্য রাজ্য সরকার “সামাজিক সুরক্ষা যোজনা পোর্টাল”-এর মাধ্যমে বিনামূল্যে নিবন্ধনের সুযোগও করে দিয়েছে।

শ্রমিকদের জন্য প্রধান সুবিধাগুলির মধ্যে রয়েছে পেনশন: মাসিক ১,৫০০ টাকা পাবেন ৬০ বছর বয়স থেকে। মৃত্যু বা দুর্ঘটনাজনিত সহায়তা: সর্বোচ্চ ২ লাখ পর্যন্ত। শারীরিক অক্ষমতাজনিত সহায়তা ৫০,০০০ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত। এদিন প্রায় ৫০০ জন পরিবহন শ্রমিক এই শিবির থেকে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন সরকারি আধিকারিকরা। শিবিরে শ্রমিকদের নাম নিবন্ধন, ফর্ম পূরণ ও সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা শ্রম দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে আরও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।