শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিংয়ে মেয়র পরিষদের সদস্য দিলীপ বর্মনকে সভা থেকে বের করে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল রাজবংশী সমাজ। বৃহস্পতিবার রাজবংশী সমাজের পক্ষ থেকে বানেশ্বর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।অবরোধকারীদের দাবি, দীর্ঘদিন ধরে রাজবংশী সমাজকে পরিকল্পিতভাবে অবহেলা করা হচ্ছে। নির্বাচিত রাজবংশী কাউন্সিলরদের বারবার গুরুত্বহীন করে রাখার অভিযোগও তোলা হয়। শুধু তাই নয়, কাউন্সিলর পদে টিকিট বণ্টনের সময়ও রাজবংশী প্রতিনিধিদের বঞ্চনার শিকার হতে হয়েছে বলে অভিযোগ ওঠে।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, আগামী নির্বাচনে যদি শিলিগুড়ি বা ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে গৌতম দেব বা রঞ্জন সরকার প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে ভোটের মাধ্যমে তার জবাব দেওয়া হবে। এদিন পথ অবরোধ শুরুর ফলে বানেশ্বর মোড় এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ এবং আশিঘর সাব-ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। শেষ পর্যন্ত মেয়র পরিষদের সদস্য দিলীপ বর্মন নিজে ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। তাঁর আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দীর্ঘক্ষণ পর অবরোধ উঠে যায়।