মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোচবিহারে আসার আহ্বান জানালেন বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপক বর্মন ও বিধায়িকা মালতি রাভা রায়।
উল্লেখ্য গতকাল কোচবিহার দিনহাটার নাজিরহাটে চার বিজেপি নেতৃত্বের বাড়িতে আক্রমণ চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ ওঠে। এই আক্রমণের ফলে আক্রান্ত হন নাজিরহাট ২ নং অঞ্চলের নোটাভেলা এলাকার বিজেপি নেতা জিতেন বর্মনের অন্তঃসত্ত্বা মেয়ে পূরবী বর্মন। আজ আক্রান্ত বিজেপি পরিবারগুলোর সঙ্গে দেখা করতে যান বিজেপির এক প্রতিনিধি দল। সেখানে এক বিজেপি মহিলা নেতৃত্ব আহত হয় তৃণমূলের মহিলা কর্মী সমর্থকের দ্বারা বলে অভিযোগ ওঠে। সেই বিষয়কে সামনে রেখে সাংবাদিক গোসল করে বিজেপির কোচবিহার জেলার নেতৃত্ব। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কোচবিহারে এসে সেই আন্তঃসত্ত্বা মেয়ে পূরবী বর্মন এর বাড়িতে গিয়ে তাকে দেখার কথা বললেন বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপক বর্মন ও বিধায়িকা মালতি রাভা রায়।
