ময়নাগুড়ি নাগরিক চেতনার মঞ্চের পক্ষ থেকে ময়নাগুড়ি বয়েজ হাই স্কুল ও রাধিকা লাইব্রেরীর জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে ডেপুটেশন ভূমি ও ভূমি রাজস্ব কার্যালয়ে, ময়নাগুড়ির নন্দনকানন নামে পরিচিত যে খেলার মাঠটি রয়েছে, সেইসঙ্গে ময়নাগুড়ি বয়েজ হাই স্কুলের বিভিন্ন জায়গাগুলো খতিয়ান থেকে বাদ পরে যাচ্ছে বলে জানা যায়, এই ঘটনা জানা জানি হওয়ার পর ময়নাগুড়ি নাগরিক চেতনা সমিতির পক্ষ থেকে মঙ্গলবার ময়নাগুড়ির বি, এল, আর, ও ভিক্টর সাহার হাতে ডেপুটেশন দিলো ময়নাগুড়ি নাগরিক চেতনা মঞ্চ। তাদের দাবি প্রথম থেকেই ময়নাগুড়ির ঐতিহ্যমন্ডিত ময়নাগুড়ি হাই স্কুলের ৪.৩৪ একর সম্পত্তির ওপর খাজনা দিয়ে আসছিল দীর্ঘদিন থেকে। কিন্তু হঠাৎ জানা যায় হাই স্কুলের খেলার মাঠ “নন্দকানন” ও স্কুলের বিভিন্ন জায়গা অন্যত্র হয়ে গেছে, আমরা যথারীতি খবর নিয়ে দেখি ওই স্কুল থেকে জানতে পারি খতিয়ান থেকে বিভিন্ন দাগের ১.১৪ একর জমি কেটে নেওয়া হয়েছে ।

সেই সঙ্গে জানা যায় ২০২৪ সে জমির ট্যাক্স জমা দিলে ১.১৪ একর জমির খাজনা কাটা হয়নি বলে জানা যায়। এরপরই নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ।
এর ফলে এদিন ময়নাগুড়ির দীর্ঘদিনের ঐতিহ্যমণ্ডিত ময়নাগুড়ি হাই স্কুলের জমি নিয়ে বিক্ষোভ দেখায় এবং এই বিষয় নিয়ে ডেপুটেশন অভিভাবক ও নাগরিক চেতনা মঞ্চের , ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর আধিকারিকের এর কাছে।
অন্যদিকে তুমি রাজস্ব দপ্তর আধিকারিক জানান স্কুলের নামে কিছু জমি রয়েছে, আর কিছু জমি ভেস্ট ল্যান্ড হিসেবে রয়েছে ।
বাকি বিষয়টি আমরা খতিয়ে দেখছি বলে তিনি জানান।