এই প্রথম ময়নাগুড়িতে মা ক্যান্টিনের উদ্বোধন হলো উদ্বোধন করেন ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্তদের অধিকারী।
ময়নাগুড়ি পৌরসভা ও পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে ময়নাগুড়ি দরিদ্র মানুষদের প্রতিদিন সুলভে দুপুরের খাবার ব্যবস্থা র আয়োজন করা হলো, মা ক্যান্টিন মাত্র ৫ টাকায় পেট ভরা খাবার পাবেন দরিদ্র মানুষেরা।
এদিন ময়নাগুড়ি পৌরসভার জাগৃতি মোড় এলাকায় এই মা ক্যান্টিনের উদ্বোধন করে ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী। উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়, ময়নাগুড়ি টাউন ব্লক প্রেসিডেন্ট গোবিন্দ পাল, চার নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সান্যাল সহ পৌরসভার বিভিন্ন আধিকারিক এবং পৌরসভার অন্যান্য কাউন্সিলর।

এদিন ফিতা কেটে মা কনটিনের উদ্বোধন করে ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্তদের অধিকারী। সেই সঙ্গে তিনি প্রথম খাবারের থালি দুস্থ হাতে মানুষদের তুলে দেন।
পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন আজ থেকে এই মা ক্যান্টিনে দরিদ্র মানুষেরা পাঁচ টাকায় পেট পুরে খাবার খেতে পারবেন। খাবারে থাকবে ভাত, ডাল, সবজি, এবং ডিম, প্রতিদিন দুপুরে একটা থেকে তিনটা পর্যন্ত এই মা ক্যান্টিনে দরিদ্র মানুষেরা দুপুরের আহার মাত্র পাঁচ টাকায় করতে পারবেন। এদিন প্রায় ১৫০ জন দরিদ্র মানুষ এই মা ক্যান্টিনে আহার গ্রহণ করেন। এই মা ক্যান্টিন চালাবেন এলাকার স্বনির্ভর গোষ্ঠী র মহিলারা।
এই প্রথম ময়নাগুড়িতে মা ক্যান্টিন চালু হওয়ার ফলে এলাকার দরিদ্র মানুষেরা খুশি।