রাতভর ভারী বৃষ্টির জেরে প্লাবিত ডুয়ার্সের নাগরাকাটা ও বানারহাট এলাকা। জলে ডুবেছে গোটা এলাকা, প্রায় ৩০০ পরিবার জলমগ্ন হয়ে পড়েছে। হাতিনালার জলেও প্লাবিত হয়েছে বানারহাটের বিস্তীর্ণ এলাকা। উদ্ধার কাজে ইতিমধ্যে এনডিআরএফ, পুলিশ ও সিভিল ডিফেন্স বাহিনী নামানো হয়েছে। অনেকেই নিজের বাড়ি ছেড়ে অন্যত্র উচু জায়গায় আশ্রয় নিয়েছে।

নাগরাকাটা ব্লক অন্তর্গত মাঝিয়ালীতে ডায়না নদীর বাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে মাঝিয়ালী বস্তি এবং বানারহাট ব্লক এর অন্তর্গত ফটকটারী ১৫/৫৭ নং অংশে নদীর জল ঢুকছে। দুই গ্রাম মিলে প্রায় -৩০০০ হাজার পরিবার বাড়ীতে বন্যার জল ঢুকছে। বর্তমানে জল বাড়ছে । বড়ো ক্ষতি হওয়ার আশঙ্কা।